Site icon Jamuna Television

ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ১১ জনের

ছবি: সংগৃহীত

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টার মধ্যে তাদের মৃত্যু হয়। মারা যাওয়াদের মধ্যে ঢাকার আট জন এবং ঢাকার বাইরের তিন জন রয়েছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৩৬৩ জন ডেঙ্গুরোগী।

রোববার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার মধ্যে ঢাকা সিটির ৫৩৭ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ৮২৬ জন রয়েছেন। 

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ২ লাখ ৩৯ হাজার ৬১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৩০ হাজার ২৭১ জন। এ বছর এখন পর্যন্ত এক হাজার ১৬৯ জন প্রাণ হারিয়েছেন ডেঙ্গুতে।

/এএম

Exit mobile version