Site icon Jamuna Television

‘নীল নকশার ষড়যন্ত্র’ নিয়ে আতঙ্কিত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট

সংখ্যালঘুদের ওপরে আক্রমণ করে ক্ষমতাসীনরা বিশ্বকে দেখাতে চায়, আক্রমণ করেছে অন্য দল। এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার।

রোববার (১৫ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আওয়ামী লীগ বিশ্বে প্রমাণ করতে চায় তাদের কাছে ছাড়া বাংলাদেশে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ সুরক্ষিত নয়। দুর্গাপূজাকে কেন্দ্র করে নীল নকশার ষড়যন্ত্র নিয়ে আতঙ্কিত বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ক্ষমতাসীন দল সংখ্যালঘুদের জিম্মি করে রেখেছে। আজ পর্যন্ত তাদের ওপর হওয়া হামলার কোনো তদন্ত হয়নি বলেও জানান বিজন কান্তি সরকার।

এটিএম/

Exit mobile version