Site icon Jamuna Television

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ টিকাদান কার্যক্রম শুরু

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে শুরু হয়েছে বিনামূল্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এইচপিভি টিকাদান কর্মসূচি। পঞ্চম থেকে নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীদের বিনামূল্যে এ টিকা দেয়া হচ্ছে। স্কুলে পড়ে না এমন ১০ থেকে ১৪ বছর বয়সীরাও পাবেন টিকা।

রোববার (১৫ অক্টোবর) বাংলাদেশে বিনামূল্যে এই টিকা দেয়া শুরু হলো। জরায়ুর ক্যান্সার রোধে ৯০ ভাগ কার্যকর হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি’র ভ্যাকসিন।

বিশ্বব্যাপি নারী মৃত্যুর অন্যতম কারণ জরায়ুমুখ ক্যান্সার। প্রতি ২ মিনিটে মারা যান ১ জন। প্রতি বছর নতুন করে আক্রান্ত হচ্ছে ৫০ লাখ নারী। তবে ১০ থেকে ১৫ বয়সসীমার মধ্যেই টিকাটি বেশি কার্যকর। তাই এ সময়েই টিকা নিতে হবে।

এটিএম/

Exit mobile version