Site icon Jamuna Television

গাজার হাসপাতালগুলোর জ্বালানি দ্রুত ফুরিয়ে যাবে: জাতিসংঘ

ছবি: গেটি ইমেজ।

আগামী ২৪ ঘণ্টা পর ফুরিয়ে যাবে গাজা উপত্যকার হাসপাতালগুলোর জ্বালানি। ফলে প্রাণ হারাবেন বিপুল সংখ্যক মানুষরোববার (১৫ অক্টোবর) এ আশঙ্কা প্রকাশ করে জাতিসংঘ। খবর রয়টার্স।

সংস্থাটির মানবিক সহায়তা বিষয়ক কমিশন (ওসিএইচএ)’র ওয়েবসাইট প্রকাশ করা হয় এ বিবৃতি। জানানো হয়, জেনারেটর থেকে বিকল্প সহায়তা নেয়া হচ্ছিলো, কিন্তু শিগগিরই ফুরোবে সেগুলোর জ্বালানি। ফলে, ঝুঁকিতে পড়বেন হাজারও রোগী। বিশেষভাবে, যারা রয়েছেন হাসপাতালের আইসিইউ’তে।

এদিকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস জানিয়েছে, তাদের পরিচালিত হাসপাতালগুলোয় মাত্র একমাসের চিকিৎসা সরঞ্জাম মজুদ রয়েছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রয়োজন বর্হিবিশ্বের সহায়তা।

/এআই

Exit mobile version