Site icon Jamuna Television

প্রেমিকাকে ট্রোল, আগলে দাঁড়ালেন হৃত্বিক

ছবি: ইন্ডিয়া টুডে।

সম্প্রতি মুম্বইয়ের জনপ্রিয় ল্যাকমে ফ্যাশন উইকে গান গাইতে গিয়ে ব্যাপক সমালোচনার শিকার হন হৃত্বিক রোশনের প্রেমিকা সাবা আজাদ। সোমবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

হৃত্বিকের চেয়ে বয়সে ১৭ বছরেরও ছোট সাবা। এ নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েন হৃত্বিক। সেই রেশ কাটতে না কাটতেই আবার নেটিজেনদের তোপের মুখে এই জুটি। ফ্যাশন শোতে গান গাইছিলেন সাবা। কিন্তু গাইতে গাইতে আচমকা উদ্ভট নাচ শুরু করেন তিনি। তাতেই শুরু হয় বিপত্তি।

সেই নাচ দেখে অনেকেই বলেছেন, সাবা কি মানসিক ভারসাম্যহীন? অনেকেই তাকে মানসিক ডাক্তার দেখানোর পরামর্শ দিয়েছেন।

সমাজিক যোগাযোগের মাধ্যমে সাবাকে নিয়ে যখন এত সমালোচনা চলছে, তখন হৃত্বিক এই বিষয় নিয়ে মুখ খুলেন। সাবার সেই ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন লিখেন, এই সমর্পণ! সেই জন্যই এতো দীপ্তি। এইভাবেই ট্রোলারদের মুখ বন্ধ করলেন হৃত্বিক।

/এআই

Exit mobile version