Site icon Jamuna Television

হবিগঞ্জে ৪ শিশু হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড কমে যাবজ্জীবন, ১ জন খালাস

২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে বালি সরিয়ে শিশুদের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ২০১৬ সালে নিহত চার স্কুলছাত্র হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন এবং একজনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১৬ অক্টোবর) বিচারপতি এমদাদুল হক ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের বেঞ্চ এ রায় দেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রুবেল মিয়া ও আরজু মিয়ার সাজা কমানো হয়। পলাতক উস্তার মিয়া খালাস পান।

সহকারি অ্যাটর্নি জেনারেল জাহিদ আহমেদ হিরো বলেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। 

এর আগে, ২০১৭ সালের ২৬ জুলাই রুবেল মিয়া, আরজু মিয়া ও উস্তার মিয়া প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানাসহ মৃত্যুদণ্ড দেন সিলেট দ্রুত বিচার আদালত।

উল্লেখ্য, ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি বিকেলে বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামের আবদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭), ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) ও আব্দুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০) বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয়।

১৭ ফেব্রুয়ারি সুন্দ্রাটিকি গ্রামের পার্শ্ববর্তী একটি বালুর ছড়ার মাটির নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

/এএম

Exit mobile version