Site icon Jamuna Television

ইসরায়েল হামাস যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে মুসলিম শিশু খুন

ছবি: সংগৃহীত

হামাস-ইসরায়েল যুদ্ধ ইস্যুতে হেইট ক্রাইমের শিকার হয়ে যুক্তরাষ্ট্রে ৬ বছর বয়সী এক মুসলিম শিশুর মৃত্যু হয়েছে। খবর এপির।

শনিবার (১৪ অক্টোবর) দেশটির ইলিনয়ের প্লেইনফিল্ডে এই বর্বর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, শিশু এবং তার মাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় ওই শিশুর।

পুলিশ জানায়, ২৬ বার আঘাত করা হয়েছে শিশুটিকে। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে শিশুটির মা। বর্বর এ হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে জোসেফ জুবা নামে ৭১ বছর বয়সী এক ব্যক্তিকে।

জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করে তিনি বলেন, ইসরায়েলে হামাসের অভিযানের ঘটনায় প্রতিশোধ নিতে মুসলমানদের ওপর পাল্টা হামলা চালিয়েছেন তিনি।

এএস/

Exit mobile version