Site icon Jamuna Television

ইয়াবাখোর-নেশাখোরদের এনে সমাবেশ করে বিএনপি: নিখিল

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, শিগগিরই মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হবে। বিএনপি টাকা দিয়ে ইয়াবাখোরদের এনে সমাবেশ করে। বস্তি থেকে নেশাখোরদের ধরে আনে।

দেশব্যাপী বিএনপি-জামায়াতের হত্যা, দেশবিরোধী ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এবং ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণের লক্ষ্যে সোমবার (১৬ অক্টোবর) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যুবলীগের যুব সমাবেশে এ কথা বলেন তিনি।

মাইনুল হোসেন খান নিখিল বলেন, মির্জা ফখরুল রাজাকার, তার ১৪ গোষ্ঠী রাজাকার। বিএনপির কেউ বাংলাদেশের মানুষ না। প্রয়োজনে যুবলীগ বাধ্য করবে, তাদের পার্সপোর্ট জব্দ করার। হরতাল-অবরোধ করলে মাঠে মোকাবেলা করা হবে।

তিনি আরও বলেন, যেকোনো নাশকতা মোকাবেলায় যুবলীগ প্রস্তুত রয়েছে। পুজা মণ্ডপ পাহারা দেয়া হবে, যাতে কোনো সহিংসতা না করতে পারে।

/এমএন

Exit mobile version