Site icon Jamuna Television

শেষ ৮৪ রানে সবকয়টি উইকেট হারিয়ে দিশেহারা শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৯ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা। আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুশল পেরেরার ব্যাটে দারুণ শুরু পায় লঙ্কানরা। এই দুই ব্যাটার উদ্বোধনী জুটিতে গড়েন ১২৫ রান। এরপরই ঘটে ছন্দপতন, ৮৪ রানের মধ্যে সবকয়টি উইকেট হারায় কুশল মেন্ডিসের দল। জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ২১০ রান।

সোমবার (১৬ অক্টোবর) লখনৌর ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপায় ইকানা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। আগে ব্যাটিং করতে নেমে বেশ ভালো শুরু পায় শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে তারা তুলে নেয় ১২৫ রান। হাফ সেঞ্চুরি তুলে নেন দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুশল পেরেরা। এই দু’জনের ব্যাটে বড় সংগ্রহের স্বপ্ন দেখে লঙ্কানরা।

ইনিংসের ২২তম ওভারে প্যাট কামিন্সের বলে পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ডেভিড ওয়ার্নারের হাতে ধরা পড়েন নিসাঙ্কা। ৬৭ বলে ৮ বাউন্ডারিতে ৬১ রান করেন তিনি। এর খানিক বাদে পেরেরাকে গুড লেন্থের বলে বোল্ড করেন প্যাট কামিন্স। আউট হওয়ার আগে বাঁহাতি এই ব্যাটার খেলেছেন ৮২ বলে ১২ বাউন্ডারিতে ৭৮ রানের দুর্দান্ত এক ইনিংস। দুই সেট ব্যাটারের বিদায়ের পরই শুরু হয় লঙ্কান ব্যাটারদের আসা যাওয়ার মিছিল।

অধিনায়ক কুশাল মেন্ডিস ফেরেন ৯ রান করে। সাদিরা সামারাবিক্রমা ৮, ধনঞ্জয়া ডি সিলভা ৭, দুনিথ ওয়েলালাগে ২ ও চামিকা করুণারত্নে আউট হন ২ রান করে। একপ্রান্ত আগলে রেখে শ্রীলঙ্কার সংগ্রহ দুইশো পার করেন চারিথা আসালাঙ্কা। ৩৯ বলে এক ছক্কায় ২৫ রান করে আসালাঙ্কাও যখন আউট হয়ে যান, শ্রীলঙ্কা অলআউট হয়ে যায় ৩৯ বল বাকি থাকতেই।

অস্ট্রেলিয়ার হয়ে চারটি উইকেট শিকার করেন অ্যাডাম জাম্পা। দু’টি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। গ্লেন ম্যাক্সওয়েলের শিকার করেন এক উইকেট।

/আরআইএম

Exit mobile version