Site icon Jamuna Television

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ৩৫ জেলে আটক

স্টাফ করেসপন্ডেন্ট, চাঁদপুর:

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরে পদ্মা-মেঘনায় মা ইলিশ শিকারের দায়ে ৩৫ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় ৭টি জেলে নৌকাসহ বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়।

সোমবার (১৬ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে নৌ পুলিশ। আটককৃত জেলেদের মধ্যে ১৪ জন জেলেই অপ্রাপ্ত বয়স্ক বলে জানায় পুলিশ। বাকিদের বিরুদ্ধে ৭টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
চাঁদপুর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, রোববার দিবাগত রাতে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকার বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় ইলিশ ধরা অবস্থায় এসব জেলেকে আটক করা হয়। একই সময় জব্দ করা হয় সাতটি নৌকা। তবে আটক জেলেদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক জেলেও রয়েছে। জব্দ করা নৌকা থানা হেফাজতে রয়েছে।

এএস/এটিএম

Exit mobile version