Site icon Jamuna Television

গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভ, পুলিশের ধরপাকড়

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে ভারতের বিভিন্ন শহরেই গত কয়েকদিন ধরে বিক্ষোভ কর্মসূচি চলছে। সোমবার (১৬ অক্টোবর) রাজধানী নয়াদিল্লিতেও রাস্তায় নামে বিক্ষোভকারীরা। একপর্যায়ে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় অর্ধশতাধিক বিক্ষোভকারীকে পুলিশ ভ্যানে ওঠানো হয়।

দেশটির গণমাধ্যমের বরাতে জানা যায়, এদিন গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানাতে দিল্লির রাস্তায় জমায়েত হন বিভিন্ন সংগঠন এবং বামপন্থী দলের সদস্যরা। যাদের বেশিরভাগই ছিলেন শিক্ষার্থী। নিরীহ গাজাবাসীর ওপর হামলা বন্ধের দাবিতে কয়েকশত মানুষ অংশগ্রহণ করেন বিক্ষোভ মিছিলে।

একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাক্কাধাক্কিও হয়। পরে ৫০ জনের বেশি বিক্ষোভকারীকে পুলিশ ভ্যানে তুলে নেয়া হয়।

পুলিশ জানায়, প্রশাসনের অনুমতি ছাড়া সেখানে জমায়েত হওয়ায় আটক করা হয় তাদের।

এছাড়া, গত ১৩ অক্টোবর ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নিয়ে হায়দ্রাবাদে গ্রেফতার হন কয়েকজন শিক্ষার্থী।

এমএইচ/এটিএম

Exit mobile version