Site icon Jamuna Television

গাজায় হামাসের শুরা কাউন্সিল প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

ফাইল ছবি

হামাসের গাজা উপত্যকার শুরা কাউন্সিলের প্রধান ওসামা আল মাজিনিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। সোমবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় তিনি বিমান হামলায় নিহত হন। দেশটির বিমান বাহিনী এক ‘এক্স’ পোস্টে (সাবেক টুইটার) এ দাবি করে। খবর আল জাজিরার।

ইসরায়েলি বিমান বাহিনী জানায়, মাজিনি গাজা উপত্যকায় হামাসের ‘শুরা কাউন্সিলের প্রধান’ ছিলেন বলে তারা শনাক্ত করেছে। ইসরায়েলি নাগরিকদের বন্দির জন্য এবং ইসরায়েলে হামলার নির্দেশদাতা হিসেবে তাকে চিহ্নিত করেছে তারা।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাজিনি হামাসের শিক্ষামন্ত্রী ছিলেন। ইসরায়েলি সেনা গিলাদ শালিতের নথিপত্র পরিচালনার দায়িত্বও পালন করেছেন তিনি। তবে এ দাবির বিষয়ে হামাস এখনও কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, ইসরায়েলি সেনা গিলাদ শালিতকে ২০০৬ সালে আটক করে হামাস। আটকের প্রায় পাঁচ বছর পর ২০১১ সালে এক বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে মুক্তি দেয় হামাস। গিলাদকে স্বদেশে ফেরত নেয়ার বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দি থাকা প্রায় এক হাজার ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছিলো দেশটি।

/এনকে

Exit mobile version