Site icon Jamuna Television

‘ফটকা’ বলায় নরসিংদীতে শিশুকে হত্যা

ফাইল ছবি।

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

নরসিংদীতে ‘ফটকা’ বলায় ক্ষিপ্ত হয়ে জান্নাত আক্তার নামে ৫ বছরের এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (১৬ অক্টোবর) মোহাম্মদ শুভ মিয়া নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

জান্নাত নরসিংদীর রায়পুরা থানার বাঁশগাড়ি এলাকার মাইন উদ্দিনের মেয়ে। অপরদিকে, আটক শুভ একই এলাকার মোহাম্মদ জাকির মিয়ার ছেলে। নরসিংদী পৌর এলাকার পূর্ব দত্তপাড়ায় একই বাড়িতে পরিবার দু’টি ভাড়ায় থাকে।

এ বিষয়ে সদর থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, হত্যায় জড়িত সন্দেহে শুভকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করেছিলো। সে জান্নাতকে হত্যার কথা স্বীকার করেছে। ‌’ফটকা’ বলায় রাগের বশবর্তী হয়ে পরিত্যক্ত একটি গোডাউনের ভেতরে মারধর ও শ্বাসরোধ করে শুভ তাকে হত্যা করে।

গত শনিবার (১৪ অক্টোবর) খেলার জন্য বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন শিশু জান্নাত। পরদিন দুপুরে নরসিংদী পৌর এলাকার পূর্ব দত্তপাড়ার একটি পরিত্যক্ত গোডাউনের পাশের জঙ্গলে তার মরদেহ পাওয়া যায়।

/এনকে

Exit mobile version