Site icon Jamuna Television

সংঘাতের মধ্যেই ইসরায়েল যাচ্ছেন বাইডেন

ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চলমান সংঘাতের মাঝেই বুধবার (১৮ অক্টোবর) ইহুদি রাষ্ট্রে পা রাখবেন তিনি। সেখানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বাইডেন সাক্ষাৎ করবেন বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। খবর রয়টার্সের।

জানা গেছে গাজায় ইসরায়েলের স্থল অভিযানের পরিকল্পনার প্রতি একাত্মতা জানাবেন বাইডেন। সেই সাথে প্রতিরক্ষা নিশ্চিতে ইসরায়েলের কী কী সহায়তা প্রয়োজন সে বিষয়েও আলোচনা হবে। এই সফরে জিম্মি উদ্ধার ইস্যুতেও আলোচনা করবেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের তেলআবিব সফরকে পুরো মধ্যপ্রাচ্যের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ বলে আখ্যা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এর আগে রোববার সিবিএস নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাস ফিলিস্তিনের প্রতিনিধি নয়, এই সন্ত্রাসী গোষ্ঠীকে নিশ্চিহ্ন করতে হবে।

এসজেড/

Exit mobile version