Site icon Jamuna Television

ফের ক্ষমতায় এলে হামাস সমর্থনকারী অভিবাসীদের নিষিদ্ধ করা হবে যুক্তরাষ্ট্রে: ট্রাম্প

আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হলে, হামাসকে সমর্থনকারী অভিবাসীদের যুক্তরাষ্ট্রে নিষিদ্ধের প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৬ অক্টোবর) এক সমাবেশে এ ঘোষণা দেন সাবেক এই প্রেসিডেন্ট। খবর রয়টার্সের।

সোমবার ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার কথা তুলে ধরে তেলআবিবের প্রতি সর্বাত্মক সমর্থনের বার্তা দেন ট্রাম্প। ক্ষমতায় আসলে হামাসকে নির্মুলে মার্কিন সহায়তা আরও জোরদার করবেন বলেও ঘোষণা দেন তিনি।

এ সময় ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে অংশগ্রহণকারীদের গ্রেফতারের দাবি জানান ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচিত হলে হামাসকে প্রকাশ্যে সমর্থন জানানো অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি।

এসজেড/

Exit mobile version