Site icon Jamuna Television

যশোরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

যশোরে প্রকাশ্যে রিপন হোসেন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৬ অক্টোবর) দিবাগত রাতে মুজিব সড়ক জিলা স্কুলের সামনে এই ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানায়, রিপন স্থানীয় একটি দোকানে কাজ করতেন। রাতে বাড়ি থেকে বের হয়ে জিলা স্কুলের সামনে যান তিনি। সেখানেই রিপনের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয় তাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রিপনকে মৃত ঘোষণা করেন।

কী কারণে রিপনকে হত্যা করা হয়েছে, সে সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেনি পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের আটকে অভিযান চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, কে বা কারা রিপনকে হত্যা করেছে এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িতদের আটকে অভিযান অব্যহত আছে।

/এএস

Exit mobile version