Site icon Jamuna Television

ব্রাসেলসে বন্দুকধারীর হামলায় নিহত ২, মার্কিন শিশুকে হত্যার প্রতিশোধ বলে দাবি খুনির

ছবি: রয়টার্স

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বন্দুকধারীর হামলায় অন্তত দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর বিবিসির।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় বিকেলে একটি স্টেশনের কাছে ওই হামলা হয়। হামলাকারী একটি স্বয়ংক্রিয় রাইফেল থেকে এলোপাতাড়ি গুলি চালায়। এসময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। হামলার পরপরই পালিয়ে যায় বন্দুকধারী। এরপরই তাকে ধরতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। পুলিশের পাল্টা গুলিতে প্রাণ যায় হামলাকারীরও। গুলি করার সময় ওই ব্যক্তি নিজেকে জঙ্গিগোষ্ঠী আইএসের সদস্য বলেও দাবি করেন।

বিভিন্ন গণমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি বংশোদ্ভূত ৬ বছর বয়সী মার্কিন শিশুকে হত্যার প্রতিশোধ নিতেই ওই হত্যাকাণ্ড চালানো হয়।

প্রসঙ্গত, গত শনিবার (১৪ অক্টোবর) ইলিনয়ের প্লেইনফিল্ডে হেইট ক্রাইমের শিকার হয়ে যুক্তরাষ্ট্রে এক মুসলিম শিশুকে হত্যা করা হয়েছিল।   

/এএম

Exit mobile version