Site icon Jamuna Television

তুমুল আলোচনায় ক্যাটরিনার ‘টাওয়েল ফাইট’

‘টাইগার থ্রি’র ট্রেলার মুক্তি পাওয়ার সাথে সাথেই ভক্তদের মাঝে শুরু হয়েছে তুমুল সমালোচনা। তবে আলোচনা সালমান খানকে ঘিরে নয়, বরং ক্যাটরিনা কাইফ নিয়ে চলছে তুলকালাম।

মূলত, ট্রেলারের একটি দৃশ্যকে ঘিরে সব আলোচনা। ট্রেলারে দেখা যায়, তোয়ালে পরে মারপিট করছেন ক্যাটরিনা। সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে রাতরাতি ভাইরালও হয়েছে। ভিডিও ছড়িয়ে পড়তেই হইচই শুরু হয় নেটিজেনদের মাঝে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এদিকে, ক্যাটরিনার তোয়ালে পরা দৃশ্যের সাথে রণবীর কাপুরের ‘সাভারিয়া’ সিনেমার একটি দৃশ্যের অনুকরণ করা হয়েছে বলে দাবি নেটিজেনদের। এমনকি ভক্তরা ঠাট্টার ছলে লিখেন, ক্যাট! রণবীর কাপুরকে কপি করবেন না।

মাত্র ১ মিনিট ৪৩ সেকেন্ডের ট্রেলারে সালমান খানকে দেখা গিয়েছে ভিন্ন রুপে। অ্যাকশন প্যাকড ড্রামা নিয়েই ফিরছেন ভাইজান। সিনেমাতে ভিলেন হিসেবে ইমরান হাশমিকে দেখা যাচ্ছে।

/এআই/এমএন

Exit mobile version