Site icon Jamuna Television

মুন্সিগঞ্জে ব্রিজ ভেঙে ট্রাক খাদে, আহত ২

মুন্সিগঞ্জ করেসপন্ডেন্ট:

মুন্সিগঞ্জে মুক্তারপুর-সিপাহীপাড়া সড়কের বনিক্যপাড়া এলাকায় ব্রিজ ভেঙে ট্রাক খাদে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাক চালক ও হেল্পার আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গত কয়েক বছর ধরেই সেতুটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। তাই ব্রিজের পাশেই আরেকটি নতুন ব্রিজ নির্মাণ করা হচ্ছে। ভোরে নির্মাণাধীন সেতুর জন্য নির্মাণসামগ্রী নিয়ে ট্রাকটি এসেছিল। এ সময় সেতু পার হতে গেলে তা ভেঙে পড়ে। এতে ট্রাকটি নিচের খাদে পড়ে যায়।

তারা আরও জানান, দুর্ঘটনার সময় অন্য কোনো যানবাহন সেতুতে না থাকায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ট্রাকটিতে ধারণ ক্ষমতার বেশি বালু বোঝাই করা হয়েছিল। এর ফলে ব্রিজটি ভেঙে থাকতে পারে বলে ধারণা তাদের।

/আরএইচ/এমএন

Exit mobile version