Site icon Jamuna Television

রাজধানীতে ২ মণ গাঁজাসহ গ্রেফতার ৫

রাজধানীর যাত্রাবাড়ী থেকে ৮০ কেজি গাঁজাসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৪ লাখ টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানার ধোলাইপাড় এলাকা থেকে অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়। এ সময় মো. ইয়াছিন (২৩), মো. মশাল (২৩), মো. রাজ্জিকুল ইসলাম (১৯), মোছা. হামিদা বেগম (৪১), মো. লুৎফর বিশ্বাসকে (৩৮) গ্রেফতার করা হয়।

র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবত দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর ধোলাইপাড়সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‍্যাব।

/আরএইচ

Exit mobile version