Site icon Jamuna Television

মিসাইল ছুঁড়ে ইসরায়েলি ট্যাংক ধ্বংস করলো হিজবুল্লাহ

ছবি: সংগৃহীত

মিসাইল ছুঁড়ে ইসরায়েলের একটি অত্যাধুনিক ট্যাংক ধ্বংস করলো লেবাননের হিজবু্ল্লাহ গেরিলারা। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি গণমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল।

ফিলিস্তিন-লেবানন সীমান্তের হানিতা এলাকায় টহলরত একটি মারকাভা ট্যাংককে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। ডিফেন্স সিস্টেম ভেদ করে ট্যাংকটিকে সফলভাবে আঘাত করে ক্ষেপণাস্ত্রটি। এর পরপরই বিস্ফোণে ধ্বংস হয়ে যায় সেটি।

ইরানের প্রযুক্তিতে তৈরী থারাল্লাহ অ্যান্টি ট্যাংক মিসাইল গাইডেড মিসাইল ব্যবহার করে হিজবুল্লাহ গেরিলারা। ট্যাংকটি ধ্বংসের পরপরই উল্লাসে মেতে ওঠেন তারা। হামাসের অভিযানের পর থেকেই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ গেরিলারা।
/এমএইচ

Exit mobile version