Site icon Jamuna Television

আফগানিস্তানের বিপক্ষে আজ বাঁচা-মরার লড়ায় লঙ্কানদের

সুপার ফোরের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ (সোমবার) মাঠে নামবে শ্রীলঙ্কা। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে ৫টায়।

প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ১৩৭ রানের বড় ব্যবধানে হেরে আসর শুরু করেছে শ্রীলঙ্কা। এর ফলে রানরেটের দিক থেকেও অনেকটাই পিছিয়ে পড়েছে লঙ্কানরা। তাইতো আফগানিস্তানের সাথে ম্যাচ দলটির জন্য বাঁচা-মরার লড়াই। এই ম্যাচে শ্রীলঙ্কা হারলে, ১ ম্যাচ খেলেই বাংলাদেশের সাথে সুপার ফোর নিশ্চিত হয়ে যাবে আফগানিস্তানের।

লঙ্কানদের জন্য মূল চ্যালেঞ্জ হবে রশীদ খান, মুজিব উর রহমান আর মোহাম্মদ নবীর স্পিন ঘূর্ণি সামলানো। তবে, গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে চান্দিকা হাথুরুসিংহে ফিরে পাচ্ছেন মূল স্পিন ভরসা আকিলা ধানাঞ্জায়াকে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন দিলরুয়ান পেরেরা।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version