Site icon Jamuna Television

মনোনয়ন পাইয়ে দেয়ার কথা বলে প্রতারণা, গ্রেফতার ১

নির্বাচনে মনোনয়ন পাইয়ে দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়া এক প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব। প্রধানমন্ত্রীর পরিবারের নিকট আত্মীয় বলে মিথ্যা পরিচয়ে প্রতারণা করা এই ব্যক্তির নাম আবু হানিফ তুষার।

গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে প্রতারক হানিফকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাব। এরপরই জানা যায় তার প্রতারণার চমকপ্রদ সব ঘটনা।

র‍্যাব জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করে একেক জনের কাছ থেকে দাবি করা করেছেন প্রায় শত কোটি টাকা। নিজেকে প্রধানমন্ত্রীর নিকট আত্মীয় পরিচয় দিয়ে এরইমধ্যে প্রতারণা করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিদের সাথেই প্রতারণা করে থেমে থাকেননি তিনি। সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি, সরকারি চাকরি পাইয়ে দিয়ে প্রতারণা করেও টাকা আত্মসাৎ করে বলে দাবি করেছে র‍্যাব।

/এমএন

Exit mobile version