Site icon Jamuna Television

কিউইদের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত আফগানদের

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে চেন্নাইয়ে কিউইদের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। আগের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে এবারের বিশ্বকাপের সেরা আপসেট ঘটিয়েছে রশিদ-মুজিবরা।

এর আগে, বাংলাদেশের কাছে ৬ উইকেটে এবং ভারতের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হারে আফগানরা। চেন্নাইয়ের পিচে রশিদ-মুজিব-নবীরা বড় ফ্যাক্টরই হয়ে উঠতে পারেন।

অবশ্য এই বিশ্বকাপে দারুণ ক্রিকেট খেলছে গত দুই আসরের রানার্সআপ নিউজিল্যান্ড। প্রথম তিন ম্যাচেই সহজ জয় তাদের। ইংল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে সূচনা। এরপর নেদারল্যান্ডসকে হারিয়েছে ৯৯ রানে। তৃতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে ৮ উইকেটে। টাইগারদের বিপক্ষে ফের ইনজুরিতে পড়ে এই ম্যাচ থেকে ছিটকে পড়েছে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচীন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, ডেরিল মিচেল, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

আফগানিস্তান একাদশ: হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ, ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, মোহাম্মদ নবি, ইকরাম আলখিল, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, নাভিন-উল-হক ও ফজল হক ফারুকি।

/এমএইচ

Exit mobile version