Site icon Jamuna Television

ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান হামাসের

হামাসের প্রধান ইসমাইল হানিয়া। ছবি: সংগৃহীত

ইসরায়েলের বিরুদ্ধে সারা বিশ্বের সকল মুসলিমকে এক হওয়ার আহ্বান জানিয়েছে হামাস। গাজার হাসপাতালে চালানো ঘৃণ্য হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাকও দিয়েছে সংগঠনটি। খবর রয়টার্সের।

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়া এক ভিডিও বার্তায় আরব ও মুসলিম বিশ্বকে নিন্দা জানানোর আহ্বান জানান।

ভিডিও বার্তায় তিনি বলেন, আমি আরব ও মুসলিম বিশ্বকে এই অপরাধ, বর্বরতা আর নৃশংসতার বিরুদ্ধে নিন্দা জানানোর আহ্বান জানাই। শত্রুকে থামাতে সব শহর আর রাজধানীতে সবাই বেরিয়ে পড়ুন, আওয়াজ তুলুন। আসুন গোটা মুসলিম জাতি আমরা এক হয়ে দাঁড়াই। কারণ ফিলিস্তিনিরা ইতিহাস লিখছে, যা আমাদের জনগণ এবং জাতির জন্য হবে গৌরবের।

আরও পড়ুন: গাজায় হাসপাতালে ভয়াবহ হামলা, নিহত অন্তত ৫০০

/এমএইচ

Exit mobile version