Site icon Jamuna Television

নাটকের শেষ নেই সেলিব্রেটি ক্রিকেট লিগে

ফাইল ছবি।

সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল) নিয়ে চলছে চরম বিশৃঙ্খলা। খেলার মাঝে দুই পক্ষের মারামারির জেরে বন্ধ করা হয়েছিল লিগটি। ফের মঙ্গলবার শুরু হয়েছিলো অসমাপ্ত লিগ। তবে ফাইনাল ম্যাচের আগে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় লিগটি পুনরায় স্থগিত ঘোষণা করেন আয়োজকরা। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত পৌনে ২টার দিকে টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে আয়োজক কর্তৃপক্ষ।

তারকাদের পাল্টাপাল্টি অভিযোগের জেরে শেষ পর্যন্ত টুর্নামেন্টটি সুন্দরভাবে সমাপ্ত করা সম্ভব হলো না। সিসিএলে প্রতিপক্ষদের হারিয়ে ফাইনালে উঠে সালাহউদ্দীন লাভলু ও দীপংকর দীপনের দল। ফাইনালে এই দুই দল মুখোমুখি হওয়ার আগেই বাধে ঝামেলা। একাধিক খেলোয়াড় নিয়ে পাল্টাপাল্টি আপত্তি জানায় দুদলের সদস্যরা। আড়াই ঘণ্টার বেশি সময় নিলেও এ নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে না পেরে শেষ পযর্ন্ত ফাইনাল ম্যাচ স্থগিতের ঘোষণা দেন আয়োজকরা।

এদিকে আয়োজকদের একজন জানান, অপ্রীতিকর ঘটনার দায় এড়াতে টুর্নামেন্টটি শেষ করতে মরিয়া ছিলো আয়োজক কর্তৃপক্ষ। 

এর আগে, একই কারণে সেমিফাইনালেও আরো একটি ম্যাচ নিয়ে জটিলতা তৈরি হয়। সেইসময়েও দুই ঘণ্টার বেশি খেলা বন্ধ রাখা হয়।

/এআই

Exit mobile version