Site icon Jamuna Television

বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে আ. লীগের সমাবেশ শুরু

ঢাকার বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে শুরু হয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ।

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে বুধবার (১৮ অক্টোবর) এই সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশ সফল করতে দুপুর থেকেই উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের কর্মীরা যোগ দিতে শুরু করেন। সমাবেশে যোগ দেয় ঢাকার বাইরের কিছু নেতাকর্মীও।

এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, বিএনপির সমাবেশ ঘিরে যাতে কেউ বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য সর্তক অবস্থানে থাকবে আওয়ামী লীগ। নির্বাচনের আগে দেশবিরোধী ষয়ড়যন্ত্রকারীদের প্রতিহত করতে রাজপথে থাকবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিকেল পাঁচটার পর সমাবেশে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

/এমএন

Exit mobile version