Site icon Jamuna Television

প্রথম তেলেগু অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেলেন আল্লু অর্জুন

আল্লু অর্জুন ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণের একটি মুহূর্ত। ছবি: টাইমস অব ইন্ডিয়া।

ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ইতিহাসে প্রথম তেলেগু অভিনেতা হিসেবে পুরস্কার জিতলেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। বুধবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার দিল্লীর বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হয় ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর হাত থেকে সেরা অভিনেতার সম্মাননা গ্রহণ করেন আল্লু অর্জুন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল্লু অর্জুনের স্ত্রী স্নেহা রেড্ডিও। 

পুরস্কার পেয়ে আল্লু অর্জুন বলেন, আমি অনেক বেশি খুশি এমন সম্মাননা পেয়ে। কমার্শিয়াল সিনেমার জন্য এই পুরস্কার পাওয়ার আনন্দ আমার কাছে দ্বিগুণ।

এর আগে, তেলেগু সিনেমা পুরস্কার পেলেও কোনো অভিনেতা এ সম্মাননা পাননি। সেই রেকর্ডই এবার ভাঙলেন আল্লু অর্জুন। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন তিনি।

/এআই

Exit mobile version