Site icon Jamuna Television

হাসপাতালে হামলা জঘন্য সামরিক অপরাধ: মেদভেদেভ

ফিলিস্তিনের গাজায় একটি হাসপাতালে ভয়াবহ বিমান হামলাকে জঘন্য সামরিক অপরাধ বলে আখ্যা দিয়েছেন রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ার দিমিত্রি মেদভেদেভ। খবর বিবিসির।

মেদভেদেভ তার ব্যক্তিগত টেলিগ্রাম চ্যানেলে লেখেন, গাজা উপত্যকার একটি হাসপাতালে জঘন্য হামলা নিঃসন্দেহে একটি যুদ্ধাপরাধ। এর জন্য চূড়ান্ত দায়ভার তাদের কাঁধে বর্তায় যারা বিভিন্ন মহাদেশের বিভিন্ন দেশে যুদ্ধের জন্য নিষ্ঠুরভাবে লাভবান হচ্ছে, যেমন যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: গাজার হাসপাতালে বর্বর হামলায় ফুঁসে উঠেছে মুসলিম বিশ্ব, নিন্দা জানালো ফ্রান্সও

উল্লেখ্য, গতকাল (১৭ অক্টোবর) ফিলিস্তিনের একটি হাসপাতালে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য দফতরের মুখপাত্র। এদিকে এই ঘটনা কীভাবে ঘটেছে তা জানেন না বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র।

/এমএইচ

Exit mobile version