Site icon Jamuna Television

‘মানবিক যুদ্ধবিরতি’র আহ্বান জানালেন জাতিসংঘের মহাসচিব

ছবি: জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস।

গাজায় মানবিক সংকট রুখতে অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। ইসরায়েল-গাজা ইস্যুতে ‘তাৎক্ষণিক আহ্বান জানান তিনি। খবর আল জাজিরার।

বেসামরিকদের টার্গেট করে হাসপাতালে ইসরায়েলি হামলার জেরে আসলো এ ঘোষণা। এদিন অবরুদ্ধ অঞ্চলটিতে বিপুল বেসামরিকদের প্রাণহানির ঘটনায় নিন্দা জানান মহাসচিব। একে নজিরবিহীন আগ্রাসন হিসেবে আখ্যা দেন তিনি। বেসামরিকদের ক্ষয়ক্ষতি এড়াতে যুদ্ধবিরতিই একমাত্র উপায় বলেও উল্লেখ করেন তিনি। এদিন আরও একবার মানবিক সহায়তা চালু এবং জিম্মিদের মুক্তি দেয়ার আহ্বান জানান মহাসচিব।

জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেন, আল-আহলি হাসপাতালে শত শত মানুষের মৃত্যু নিয়ে আমরা উদ্বিগ্ন। এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। গাজায় সাধারণ মানুষের দুর্ভোগ দূর করতে এখনও অস্ত্রবিরতি কার্যকর করা দরকার। চলমান আগ্রাসনে অঞ্চলটির ভাগ্য এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

/এএম

Exit mobile version