ইয়েমেনের হোদাইদা শহরের একটি রেডিও স্টেশনে সৌদি জোটের বিমান হামলায় প্রাণ গেছে অন্তত ৪ জনের। রোববার, এ তথ্য জানিয়েছে স্থানীয় প্রশাসন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আল-মারাওয়েহ্ রেডিও স্টেশনের ভবন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে সৌদি জোটের বিমান। ঘটনাস্থলেই প্রাণ হারান রেডিও স্টেশনে কর্মরত তিন নিরাপত্তা রক্ষী ও এক সংবাদকর্মী। ইয়েমেন সরকার বা সৌদি আরবের পক্ষ থেকে এ হামলার ব্যাপারে কোনো বিবৃতি পাওয়া যায়নি।
তবে, হুতি গণমাধ্যমগুলোর দাবি-বিদ্রোহীরা লক্ষ্য থাকলেও প্রাণ হারাচ্ছে বেসামরিক নাগরিকরা।এমন একটা সময় হামলা হলো, যখন দীর্ঘ সংকট নিরসনে ইয়েমেন সফর করছেন মার্কিন বিশেষ প্রতিনিধি মার্টিন গ্রিফিথ। হুতি বিদ্রোহীদের সাথে শান্তি আলোচনার ব্যাপারে ওয়াশিংটন আগ্রহী-এই বার্তা নিয়ে তিনি সানায় এসেছেন।

