Site icon Jamuna Television

সংকট মোকাবেলায় রাজনৈতিক দলগুলোকে সমঝোতার আহ্বান ইসি আনিছের

সংকট মোকাবেলায় রাজনৈতিক দলগুলোকে সমঝোতার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। বললেন, জাতির স্বার্থে সংকট নিরোসন হওয়া দরকার।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। জানান, ভোটের প্রস্তুতি সম্পন্ন, তবে রাজনৈতিক দ্বন্দ কিছুটা বাধা। নির্বাচনী কার্যালয়ের নিরাপত্তা রক্ষায় এরইমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ইসি।

ইসি আনিসুর রহমান বলেন, নিরাপত্তা রক্ষায় ভোটের পরেও ১৫ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সময় অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাখছে কমিশন। পরিবেশ অনুকুলে না থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

/এমএন

Exit mobile version