Site icon Jamuna Television

কারাগারে ফিরতে হচ্ছে নওয়াজকে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, মেয়ে মরিয়ম এবং জামাতা সফদার আওয়ানের পাঁচ দিনের প্যারোল শেষ হচ্ছে আজ। স্থানীয় সময় বিকাল ৪টায় তাদের ফিরতে হবে আদিয়ালা কারাগারে।

নওয়াজের স্ত্রী বেগম কুলসুমের মৃত্যুর কারণে পাঞ্জাব সরকার তাদের শর্তসাপেক্ষে কারামুক্তি দেয়। কিন্তু, লাহোরে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবনকে ঘোষণা করা হয় সাব-জেল। প্রথমে ২৪ ঘণ্টার প্যারোল দেয়া হলেও পরে মানবিক দিক বিবেচনায় চারদিন সময়সীমা বাড়ানো হয়।

নওয়াজ পরিবারের আইনজীবী এবং পিএমএলএন নেতারা জানান, প্যারোলের সময় বৃদ্ধির ব্যাপারে আর কোনো অনুরোধ জানানো হয়নি। দীর্ঘদিন ক্যান্সারের চিকিৎসা চলাকালে, গেলো সপ্তাহে লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম কুলসুম নওয়াজ। জাতি উমরায়, জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত হন তিনি।

Exit mobile version