Site icon Jamuna Television

যমুনা ফিউচার পার্কে আয়োজিত হতে যাচ্ছে ‘মেসকিউরেড পার্টি ও মিউজিক্যাল শো’

সঙ্গীতপ্রেমীদের জন্য ‘মেসকিউরেড পার্টি ও মিউজিক্যাল শো’ আয়োজন হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে। আগামী শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় যমুনা ফিউচার পার্কের লেভেল ৫ এর ইস্ট কোর্টের ইভেন্ট স্টেশনে এই অনুষ্ঠানটির আয়োজন করেছে নেক্সট লেভেল। অনুষ্ঠানে তারকা মিউজিসিয়ানসহ স্বনামধন্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

টিকিট কেটে অনুষ্ঠানটি উপভোগ করা যাবে। এতে দুই ধরনের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে, আর্লি বার্ড টিকিট ৩০০ টাকা এবং রেগুলার টিকিটের দাম ৫০০ টাকা।

নেক্সট লেভেল সুনামের সাথে বাংলাদেশে বিভিন্ন মিউজিক্যাল শো আয়োজন করে আসছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারিসহ যমুনা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এএস/

Exit mobile version