Site icon Jamuna Television

গাজায় প্রবেশ করবে ২০টি ত্রাণবাহী ট্রাক: ইসরায়েল সফর শেষে বাইডেন

অবশেষে গাজায় পৌঁছাচ্ছে সহায়তা। রাফাহ সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করবে ত্রাণবাহী ২০টি ট্রাক। আগামী শুক্রবার থেকে সেগুলো বিধ্বস্ত সাধারণ মানুষের মধ্যে বিতরণ শুরু হবে। ইসরায়েল সফর শেষে এ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর আল জাজিরার।

বাইডেন জানান, মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি’র সাথে ফোনে কথা হয়েছে। রাফাহ-গাজা সীমান্ত আবারও খুলে দিতে রাজি হয়েছেন সিসি।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, দ্রুত মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করতে চেয়েছি আমি। তবে সংঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে সীমান্তের রাস্তাঘাট। তাই আগে সেগুলো সংস্কারের প্রয়োজন।

এ সময় সিসি’র সহযোগিতাপূর্ণ মনোভাবের প্রশংসা করেন বাইডেন। রাফাহ সীমান্তে দেড়শো’র মতো ত্রাণবাহী ট্রাক প্রস্তুত আছে বলেও জানান তিনি। পরবর্তী ধাপে সেগুলো প্রবেশ করানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বাইডেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজায় চলমান আগ্রাসন শুরুর পর বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখ মানুষ। এখন পর্যন্ত মারা গেছে ৩ হাজারেরও বেশি।

এসজেড/

Exit mobile version