Site icon Jamuna Television

খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট সরকারের চিন্তার প্রতিফলন: রিজভী

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সরকারের পছন্দ অনুযায়ী পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

বিএনপি চেয়ারপারসনের মেডিকেল রিপোর্ট সরকারের চিন্তার প্রতিফলন বলেও মন্তব্য করেন রিজর্ভী আহমেদ। তিনি বলেন, জাতীয় নির্বাচনে ভোট হরণের নীল নকশা বাস্তবায়নের পথে আওয়ামী লীগ। শেখ হাসিনাকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। খালেদা জিয়ার মুক্তি ছাড়া নির্বাচন হবে না বলেও জানান বিএনপির এই নেতা।

Exit mobile version