Site icon Jamuna Television

জাতিসংঘে গাজায় সংঘাত বন্ধের প্রস্তাব: যুক্তরাষ্ট্রের ভেটো

গাজায় সংঘাত বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার (১৮ অক্টোবর) নিউইয়র্কে সংস্থাটির কার্যালয়ে এই ভোটাভুটি হয়। খবর রয়টার্সের।

প্রস্তাবটি উত্থাপন করে ব্রাজিল। গাজায় চলমান যুদ্ধে সাময়িকভাবে মানবিক বিরতির কথা বলা হয় খসড়ায়। হামাসের হামলার নিন্দাও জানানো হয়। এছাড়া জিম্মি মুক্তি ও আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানানো হয় সব পক্ষকে।

প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১২ সদস্য। ভোটদানে বিরত ছিল রাশিয়া ও যুক্তরাজ্য। প্রস্তাবে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের কথা না থাকায় হতাশা জানান মার্কিন প্রতিনিধি লিন্ডা টমাস। সংকট সমাধানে কূটনৈতিক আলোচনার জন্য সময় প্রয়োজন বলেও দাবি করেন তিনি।

যুক্তরাষ্ট্রের আচরণকে ভণ্ডামি ও দ্বিচারিতা বলে আখ্যা দেয় রাশিয়া। প্রস্তাবে অস্ত্রবিরতির উল্লেখ থাকা উচিৎ ছিল বলে মনোভাব চীন ও সংযুক্ত আরব আমিরাতের। ব্রাজিলের অভিযোগ, দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠায় ইচ্ছা নেই কারও।

/এমএন

Exit mobile version