Site icon Jamuna Television

বিভিন্ন দেশে বসছে আরও ৭টি বাংলাদেশি মিশন

বিভিন্ন দেশে নতুন ৭টি বাংলাদেশি মিশন স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।

বৈঠকে আফগানিস্তানের কাবুল, সুদানের খার্তুম, সিয়েরা লিওনের ফ্রি-টাউন, রোমানিয়ার বুখারেস্ট, ভারতের চেন্নাই, অস্ট্রেলিয়ার সিডনি এবং কানাডার টরোন্টো-তে মিশন স্থাপনের অনুমোদন দেয়া হয়। একই সাথে, আগে স্থাপিত ১৭টি মিশনের অনুমোদনও দেয়া হয় বৈঠকে।

প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ হোসেন অটিজম বিষয়ক কাজে আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হওয়ায় তাঁকে অভিনন্দন জানানো হয় মন্ত্রিসভার পক্ষ থেকে। একই সাথে আন্তঃসীমান্ত যোগাযোগে ডিজিটাল ব্যবস্থাপনায় সমর্থনও জানায় বাংলাদেশ।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version