Site icon Jamuna Television

হামাসের হামলার পর ৩০৬ ইসরায়েলি সেনার মৃত্যু, জিম্মি ২০৩

ছবি: সংগৃহীত

হামাসের নজিরবিহীন হামলায় ইসরায়েলে নিহত সেনার সংখ্যা আরও বাড়লো। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩০৬ জন ইসরায়েলি সেনার। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) নতুন করে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হামাসের হাতে জিম্মির নতুন সংখ্যাও প্রকাশ করেছে দেশটি। সেনা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এ সংখ্যা ২০৩। জিম্মিদের মধ্যে বেশ কয়েকজন সেনা সদস্যও রয়েছে। ইসরায়েলি ছাড়াও এ তালিকায় আছে মার্কিন, থাইসহ বিভিন্ন দেশের নাগরিক। তাদের জীবিত উদ্ধারে অনুসন্ধান চলছে বলেও জানায় তেল আবিব।

উল্লেখ্য, গত সপ্তাহে ইতিহাসের স্মরণীয় ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ পরিচালনা করে হামাস। ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে চালায় অভিযান। যাতে, প্রাণহানি ১৩শ’ ছাড়িয়েছে। ইসরাইয়েলও গাজায় পাল্টা হামলা চালায়। ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

/এএম

Exit mobile version