রাজনৈতিক পরিস্থিতি এখনও অনিশ্চিত। তাই জোটের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) গাইবান্ধায় জাতীয় পার্টির সম্মেলনে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এ কথা জানান তিনি। আরও জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দিতে জাতীয় পার্টি প্রস্তুতি নিচ্ছে। তাই সব জেলাতে কাউন্সিল করে দলকে শক্তিশালী করা হচ্ছে।
এ সময় জি এম কাদের বলেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারছে না। নানা অজুহাতে দাম নিয়ন্ত্রণহীন।
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুর রশীদ সরকার, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এ সময় উপস্থিত ছিলেন।
/আরএইচএ/এমএন

