Site icon Jamuna Television

জামায়াতের সভা-সমাবেশ নিষিদ্ধের আবেদনের শুনানি ৬ নভেম্বর

জামায়াতে ইসলামীর সভা-সমাবেশ নিষিদ্ধ এবং দলটির নেতাদের আদালত অবমাননার বিষয়ে আপিল শুনানির জন্য ৬ নভেম্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন।

শুনানির জন্য বিষয়টি উত্থাপিত হলে সময় আবেদন করেন জামায়াতের আইনজীবী। পরে আদালত ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এবারই শেষ সময় দেয়া হলো। অন্যথায় আদালতের হাত অনেক লম্বা।

তরীকত ফেডারেশনের নেতা রেজাউল হক চাঁদপুরীসহ কয়েকজনের আবেদনে এক দশক আগে নির্বাচন কমিশনে জামায়াতের নিবন্ধন বাতিল করেছিল হাইকোর্ট। হাইকোর্টের দেয়া ওই রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াত। সেই আবেদন আপিল বিভাগে বিচারাধীন। বিচারাধীন এই আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামী যেন সভা-সমাবেশ, মিছিলসহ কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন করতে না পারে, সেই বিষয়ে এই নিষেধাজ্ঞা চেয়ে গত ২৬ জুন আপিল বিভাগে নতুন আবেদন করা হয়।

/এমএন

Exit mobile version