Site icon Jamuna Television

ইসরায়েলের হামলায় গাজায় নিহত বেড়ে ৩৭৮৫

ছবি: সংগৃহীত

ইসরায়েলি সামরিক বাহিনীর আগ্রাসনে ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৮৫ জনে। গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত হামাসের সঙ্গে যুদ্ধ চলমান রয়েছে ইসরায়েলের। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পর্যন্ত তাদের হামলায় ফিলিস্তিনের নিহতের সংখ্যার এই বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরার।

এদিকে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য মতে, ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আরও হাজারের বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। তাদের উদ্ধারে নেই প্রয়োজনীয় সরঞ্জাম বা লোকবল। খালি হাতেই মাটি খুঁড়ছেন স্বজনরা।

জাতিসংঘের হিসাবে, ২০১৪ সালের সংঘাতের তুলনায় ভয়াবহ বর্তমান পরিস্থিতি।

এমএইচ/এটিএম

Exit mobile version