Site icon Jamuna Television

বিশ্বকাপে সাকিবের পর মুশফিকের অন্যরকম মাইলফলক

ছবি: সংগৃহীত

চলতি বিশ্বকাপে ইতোমধ্যে ২টি হাফ সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। ভারতের বিপক্ষে এই ম্যাচে মিস্টার ডিপেন্ডেবলের এক হাজার রান পূর্ণ করতে দরকার ছিল ৪ রানের। এদিন ৪ রান করার মধ্য দিয়ে বিশ্বকাপে সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে বিশ্বকাপে হাজার রান সংগ্রহের মাইলফলক স্পর্শ করেন মুশফিক।

তবে পঞ্চম বিশ্বকাপ খেলা মুশফিক ইনিংসের হিসেবে সবচেয়ে ধীরগতির, যেখানে তার সঙ্গী শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী ওপেনার সনাৎ জয়াসুরিয়া। মুশফিক ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে খেলেছেন ৩২ ইনিংস।  ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে যে পথচলা শুরু তার, আজ সেই ভারতের বিপক্ষে নেমে ছুঁয়েছেন এই মাইলফলক।

উইকেটরক্ষক ব্যাটারদের মধ্যে বিশ্বকাপে সর্বোচ্চ রান শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারার। ৩৭ ম্যাচে ৩৫ ইনিংসে ১ হাজার ৫৩২ রান তার। দ্বিতীয় অবস্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা অ্যাডাম গিলক্রিস্ট। ৩১ ম্যাচে তিনি করেছেন ১ হাজার ৮৫ রান। মুশফিকের সামনে চলতি বিশ্বকাপে হাতছানি রয়েছে গিলক্রিস্টকে ছাড়িয়ে যাওয়ারও।

/আরআইএম

Exit mobile version