Site icon Jamuna Television

ইনজুরিতে কোপা আমেরিকা অনিশ্চিত নেইমারের

ছবি: সংগৃহীত

ইনজুরি যেন পিছুই ছাড়ছে না ব্রাজিলিয়ান তারকা নেইমারকে। আবারও ইনজুরিতে পড়েছেন নেইমার। এ কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। ইনজুরি এতোটাই গুরুতর যে, আগামী বছর অনুষ্ঠিতব্য কোপা আমেরিকা টুর্নামেন্টে খেলা অনিশ্চিত এই তারকার।

বুধবার (১৮ অক্টোবর) বিশ্বকাপের বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। ম্যাচের ৪৪ মিনিটে চোট পান নেইমার। স্ট্রেচারে করে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তিনি। তখনই বোঝা যাচ্ছিলো খারাপ কিছু অপেক্ষা করছে তার জন্য। ডাক্তারি পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, বাম হাঁটুর লিগামেন্ট এবং মেনিসকাস ছিঁড়ে গেছে তার। এ জন্য হাঁটুর অপারেশন করাতে হবে নেইমারকে। এ জন্য সুস্থ হয়ে মাঠে ফিরতে সময় লাগতে পারে ৯ থেকে ১০ মাস।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমার নিজে এবং তার ক্লাব আল হিলাল আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে অপারেশনের তথ্যটি জানিয়েছে। আগামী কোপা আমেরিকা আসর শুরু হতে সময় আছে ৮ মাসের মতো। এর আগে ইনজুরি থেকে সেরে না উঠলে ল্যাটিনদের শ্রেষ্ঠত্বের আসরটি মিস করবেন ব্রাজিলিয়ান এই তারকা।

/এনকে

Exit mobile version