Site icon Jamuna Television

বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মাগুরা করেসপন্ডেন্ট:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির ওপর থেকে জনগণ এখন মুখ ফিরিয়ে নিয়েছে। বর্তমানে তারা ঘৃণিত দল, সেই জন্যেই দলটি নানা ষড়যন্ত্রের পায়তারা করছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে মাগুরায় স্থানীয় নোমনী ময়দানে জেলা আওয়ামী লীগের এক উন্নয়ন সভায় এ কথা বলেন তিনি। আরও বলেন, শেখ হাসিনার অধীনে যতগুলো নির্বাচন হয়েছে, সবগুলোই সুষ্ঠু হয়েছে।

এর আগে, মাগুরা পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, শ্রী বিরেণ শিকদারসহ স্থানীয় নেতৃকর্মীরা উপস্থিত ছিলেন।

/এমএন

Exit mobile version