Site icon Jamuna Television

রিজার্ভ নামলো ২১ বিলিয়নের নিচে

ছবি: প্রতিকী

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২১ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে। কেন্দ্রীয় ব্যাংক আমদানি বিল পরিশোধে ব্যাংকগুলোকে সহায়তা অব্যাহত রাখায় এমনটি হয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব অনুযায়ী বুধবার (১৮ অক্টোবর) দেশে নিট আন্তর্জাতিক রিজার্ভের পরিমাণ ছিল ২০ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। তবে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ২৬ দশমিক ৬৮ বিলিয়ন ডলার।

আইএমএফ’র নথি অনুযায়ী, ২০২১ সালের আগস্টে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় ৪০ দশমিক ৭ বিলিয়ন ডলার। ২০২১-২২ অর্থবছরের শেষে তা দাঁড়ায় ৩৩ দশমিক ৪ বিলিয়ন ডলারে।

/এনকে

Exit mobile version