Site icon Jamuna Television

গিনিতে ডিফথেরিয়ায় ৫৮ জনের মৃত্যু

ছবি: গিনির জাতীয় পতাকা

পশ্চিম আফ্রিকার দেশ গিনির উত্তর–পূর্বাঞ্চলে ডিফথেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এরই মধ্যে সেখানে ৫৮ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে অধিকাংশই শিশু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গত জুলাই থেকে সিগুইরি প্রিফেকচারে ৫০০ বেশি মানুষকে পাওয়া গেছে, যারা ডিফথেরিয়ায় আক্রান্ত বলে চিকিৎসকেরা সন্দেহ করেন। লক্ষণগুলো সাধারণত গলাব্যথা ও জ্বর দিয়ে শুরু হয়।

তবে এই প্রাদুর্ভাব সামাল দেওয়ার ক্ষমতা গিনির স্বাস্থ্য বিভাগের নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২০১৪ সাল থেকে দেশটিতে মোট জনসংখ্যার ৫০ শতাংশের কম মানুষ এই ডিফথেরিয়ার টিকা পেয়েছে। অথচ একটি দেশে ডিফথেরিয়ার বিরুদ্ধে সুরক্ষা গড়ে তুলতে হলে মোট জনসংখ্যার ৮০ থেকে ৮৫ শতাংশ মানুষকে এই টিকার আওতায় আনতে হয়।

Exit mobile version