Site icon Jamuna Television

বগুড়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে মাকে হত্যা, সন্তানও আহত

বগুড়া ব্যুরো:

বগুড়া শহরে নিজ বাড়িতে এক নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তার ৩ বছর বয়সী শিশু সন্তান।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে নিশিন্দারা মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত তাসলিমা আক্তারের স্বামী সিরাজুল ইসলাম জানান, রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফিরে বাইরে থেকে চাবি দিয়ে দরজা খুলে বাড়িতে ঢুকতেই রক্তাক্ত অবস্থায় শিশু সন্তান কাজিমকে দেখতে পান। বারান্দায় পড়ে ছিল স্ত্রীর মরদেহ।

পুলিশ জানায়, মা ও সন্তান দু’জনেরই মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে একজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে সে হত্যার কথা স্বীকারও করেছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনাী। তবে, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও জানা যায়নি কিছু।

/এমএন

Exit mobile version