Site icon Jamuna Television

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুতি বিদ্রোহীরা!

ছবি: আরব নিউজ

ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে লোহিত সাগরেই এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করে দেয়ার দাবি করেছে মার্কিন কর্তৃপক্ষ। খবর আরব নিউজের।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে পেন্টাগন জানায়, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য তিনটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। এর পাশাপাশি কয়েকটি ড্রোনও নিক্ষেপ করা হয়। তবে লোহিত সাগরে টহলরত মার্কিন যুদ্ধ জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে সেগুলো ধ্বংস করা হয়।

ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধের পরিপ্রেক্ষিতে ইউএসএস কার্নি নামক একটি যুদ্ধজাহাজ লোহিত সাগরে টহল দিচ্ছিলো।এছাড়া, এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে কতৃপক্ষ।

/আরএইচ /এএম

Exit mobile version