Site icon Jamuna Television

ছুটির দিনে বাজারে উত্তাপ

দেশি জাতের পেঁয়াজের দাম সেঞ্চুরি পার করেছে। ভারতীয় জাতের দামও কিছুটা বেড়েছে। শুক্রবার (২০ অক্টোবর) ছুটির দিনেতে বাজারে বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকা কেজি দরে। ভারতীয় পেঁয়াজও বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭০-৮০ টাকায়। যদিও এক মাস আগেই সরকার দাম বেঁধে দেয় ৬৫ টাকা।

এদিকে, ব্যবসায়ীরা বলছেন, পূজার ছুটির জন্য পেঁয়াজের আমদানি ৬ দিন বন্ধ থাকবে। সংকট যাতে না হয়, সেজন্যে অনেকেই অতিরিক্ত পরিমাণ আমদানি করেছে। এ কারণে আর দাম বাড়বে না আশা করছেন রাজধানীর পেঁয়াজ আড়তদার শফিকুল ইসলাম।

এছাড়া, মুরগির দামও বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ১০ টাকা কেজিতে বেড়ে আজ মুরগি বিক্রি হচ্ছে ২১০ টাকায়। দাম বৃদ্ধির অজুহাত হিসেবে বলা হচ্ছে সরবরাহ কম। সোনালী ও লেয়ারের কেজি বিক্রি হচ্ছে সাড়ে ৩শ’ টাকার আশপাশে। আর এক কেজি দেশি মুরগির জন্য গুনতে হবে সাড়ে ৫শ’ টাকা।

আলুর দরও হাফ সেঞ্চুরির আশেপাশে। বিক্রেতাদের দাবি, হিমাগার থেকে আলুর যোগান কমিয়ে দেওয়া হয়েছে।

স্বস্তি ফেরেনি ডিমের মোকামেও। বাজারে প্রতি হালি বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৪ টাকায়। মহল্লার দোকানে দাম আরও একটু বেশি। ক্রেতারা বলছেন, বাজার নিয়ন্ত্রণে তেমন তদারকি নেই।

/এমএন

Exit mobile version